গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় প্রতিটি জেলায় একটা জেলা শিক্ষা অফিস রয়েছে। যশোর জেলা শিক্ষা অফিসের আওতায় ৮টি উপজেলার প্রত্যেকটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আছে। জেলা শিক্ষা অফিসের প্রধান হচ্ছেন জেলা শিক্ষা অফিসার। এছাড়া সহকারী জেলা শিক্ষা অফিসার, সহকারী পরিদর্শক, গবেষণা কর্মকর্তা, ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর, সহকারী প্রোগ্রামার, অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং এমএলএসএস কর্মরত আছেন ।
জেলা শিক্ষা অফিস প্রধানত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনার কাজে নিয়োজিত। উল্লেখযোগ্য কাজের মধ্যে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার এমপিও ভূক্তি, শিক্ষকদের এমপিওভূক্তি, প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন, পাঠ্যপুস্তক বিতরণ, শাখা খোলার জন্য পরিদর্শন, শিক্ষক নিয়োগে ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়ণ, শিক্ষকদের বিএড স্কেল, উচ্চতর স্কেল, টাইম স্কেল প্রদানের আবেদন অগ্রায়ন, প্রতিষ্ঠান পরিদর্শন, তদন্ত কার্য পরিচালনা ইত্যাদি অন্যতম।
জেলা শিক্ষা অফিসটি ৬৯/১ মুজিব সড়ক, যশোর জিলা স্কুল এর দক্ষিন পাশে, রোটারী হেলথ ক্লিনিক এর বিপরীতে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS